মনসুর আহাম্মেদঃ ঠাকুরগাঁওয়ে জেলার রাণীশংকৈল উপজেলার ধর্মগড় সীমান্ত থেকে বুধবার ভোরে আশরাফুল ইসলাম নামে ১ বাংলাদেশী গরু ব্যবসায়ীকে ধরে নিয়ে গেছে বিএসএফ। এ ঘটনায় বিজিবি বিএসএফকে কড়া প্রতিবাদ জানিয়ে বিএসএফকে পত্র দিয়েছে।
স্থানীয়রা জানায়, জেলার রানীশংকৈল উপজেলার ধর্মগড় চিকনী গ্রামের চান মোহাম্মদের ছেলে আশরাফুল ইসলাম (৩২) সহ কয়েকজন বুধবার ভোর ৪ টার দিকে দলবলে ধর্মগড় সীমান্তর ৩৭৩/৫-এস এলাকা দিয়ে ভারতে প্রবেশ করে এবং ভারতীয় গরু আনার চেষ্টা চালায়। ওই সময় ভারতের কুকড়াদহ ক্যাম্পের বিএসএফ সদস্যরা গরুসহ আটক করে ভারতের ইসলামপুর থানায় হস্তান্তর করে। আশরাফুলকে আটক করলে অন্যান্যরা পালিয়ে আসে।এ ব্যাপারে ৫০ বিজিবির ভারপ্রাপ্ত পরিচালক মো: জাহাঙ্গীর আলম জানান, আশরাফুল ইসলাম ভারত অভ্যন্তরে বিএসএফ হাতে ধরা পড়েছে এ সংবাদ পেয়ে তার পরিবারে যোগাযোগ করা হলে কেউ সত্যতা স্বীকার করেনি। অপরদিকে বিএসএফও আটকের কথা অস্বীকার করেছে।
সংবাদ শিরোনাম
ধর্মগড় সীমান্তে বাংলাদেশী গরু ব্যবসায়ীকে ধরে নিয়ে গেছে বিএসএফ
- সংবাদ সারাদিন ডেস্ক :
- আপডেট টাইম ০৭:০২:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ এপ্রিল ২০১৮
- ৩৪৯ বার
Tag :
জনপ্রিয় সংবাদ