আজম রেহমান::ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে রফিকুল ইসলাম তালেবান (৫৫) নামে আরো এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে।
২৬ মে দিবাগত রাতে এ ঘটনা ঘটেছে বলে জেলা পুলিশ সুপার ফারহাত আহমেদ নিশ্চিত করেন।
পুলিশের সংশ্লিষ্ট সূত্র জানায়,শনিবার রাতে ঠাকুরগাঁওয়ের রাণীংশকৈল উপজেলার ভরনিয়া মীরডাঙ্গী এলাকায় পুলিশ মাদকবিরোধী বিশেষ অভিযান চালায়। এসময় মাদক ব্যবসায়ী রফিকুল ইসলাম তালেবানের লোকজন পুলিশের ওপর গুলি বর্ষন করে। তখন পুলিশের সঙ্গে সংঘটিত বন্দুকযুদ্ধে রফিকুল ইসলাম তালেবান নিহত হয়। পরে পুলিশ নিহত তালেবানের লাশ ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসে।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, পুলিশ মাদকবিরোধী অভিযানে ওই এলাকায় গেলে একদল মাদক ব্যবসায়ী পুলিশের ওপরে হামলা চালায়। এ সময় বন্দুকযুদ্ধে পুলিশের গুলিতে মাদক ব্যবসায়ী রফিকুল ইসলাম তালেবান নিহত হয়।
ওসি বলেন, ‘এই মাদক ব্যবসায়ীর নামে মাদকদ্রব্য আইনে ২০টির ওপরে মামলা রয়েছে।’ এ নিয়ে এ জেলায় ৩ মাদক ব্যবসায়ী পুলিশের গুলিতে নিহিত হবার ঘটনা ঘটল।
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে আরো ১ মাদক ব্যবসায়ী’ নিহত
- সংবাদ সারাদিন ডেস্ক :
- আপডেট টাইম ১২:২২:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৭ মে ২০১৮
- ৩৬৫ বার
Tag :
জনপ্রিয় সংবাদ