স্টাফ করেসপন্ডেন্ট : ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) উত্তর পিস্তলসহ ৫ ডাকাতকে গ্রেপ্তার করেছে। এ সময় তাদের হেফাজত থেকে চোরাই মোটর সাইকেল জব্দ করেছে।
ডিএমপির গণমাধ্যম শাখার উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদুর রহমান রোববার সকালে নতুন সময়কে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গ্রেপ্তার হওয়া ডাকাতদের কাছ থেকে ২ পিস্তল, ২ রাউন্ড গুলি ও ৮ টি চোরাই মোটর সাইকেল উদ্ধার করেছে ডিবি উত্তর বিভাগ।
এ বিষয়ে বেলা সাড়ে ১১টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)’র মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।