ঢাকা ০৪:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

গাজীপুর সিটি নির্বাচনে বেসরকারিভাবে আ. লীগ প্রার্থী জাহাঙ্গীর আলম জয়ী

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী জাহাঙ্গীর আলম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। ৪১৬টি কেন্দ্রের ফলাফল অনুযায়ী নৌকা প্রতকীকে চার লাখ ১০ ভোট পেয়েছেন তিনি। তাঁর প্রতিদ্বন্দ্বী বিএনপির হাসান উদ্দিন সরকারের চেয়ে প্রাপ্ত ভোট এক লাখ ৯৭ হাজার ৬১১ ভোট। গাজীপুর সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা রকিব উদ্দিন মন্ডল এ তথ্য জানান।

আজ বুধবার বেলা সাড়ে ১২টায় মেয়র পদের ভোট গণনা শেষ হয়। এরপরই তাঁকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়। এখন এ নির্বাচনের ওয়ার্ডগুলোর কাউন্সিলরদের ভোট গণনা চলছে।

গাজীপুর সিটি করপোরেশনে ভোটকেন্দ্র ৪২৫ টি। এর মধ্যে অনিয়ম ও ব্যালট লুটপাটের কারণে ৯টি কেন্দ্রের ভোট স্থগিত রয়েছে। এসব কেন্দ্রে মোট ভোটার ২৩ হাজার ৯৩৫। প্রথম ও দ্বিতীয় হওয়া প্রার্থীদের ভোটের পার্থক্য ২৩ হাজারের কম হলেই কেবল এই কেন্দ্রগুলোতে মেয়র পদে পুনরায় ভোট হবে। তা না হলে এসব কেন্দ্রে কেবল কাউন্সিল পদের প্রার্থীদের জন্য ভোট হবে।

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয় গতকাল মঙ্গলবার বিকেল চারটায়। রিটার্নিং কর্মকর্তা ঘোষিত এ ফলই চূড়ান্ত। রিটার্নিং কর্মকর্তাই বিজয়ী প্রার্থীকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন। এরপর ফল পাঠিয়ে দেন নির্বাচন কমিশনে। সেখান থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

গাজীপুর সিটি নির্বাচনে বেসরকারিভাবে আ. লীগ প্রার্থী জাহাঙ্গীর আলম জয়ী

আপডেট টাইম ০২:২৫:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৭ জুন ২০১৮

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী জাহাঙ্গীর আলম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। ৪১৬টি কেন্দ্রের ফলাফল অনুযায়ী নৌকা প্রতকীকে চার লাখ ১০ ভোট পেয়েছেন তিনি। তাঁর প্রতিদ্বন্দ্বী বিএনপির হাসান উদ্দিন সরকারের চেয়ে প্রাপ্ত ভোট এক লাখ ৯৭ হাজার ৬১১ ভোট। গাজীপুর সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা রকিব উদ্দিন মন্ডল এ তথ্য জানান।

আজ বুধবার বেলা সাড়ে ১২টায় মেয়র পদের ভোট গণনা শেষ হয়। এরপরই তাঁকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়। এখন এ নির্বাচনের ওয়ার্ডগুলোর কাউন্সিলরদের ভোট গণনা চলছে।

গাজীপুর সিটি করপোরেশনে ভোটকেন্দ্র ৪২৫ টি। এর মধ্যে অনিয়ম ও ব্যালট লুটপাটের কারণে ৯টি কেন্দ্রের ভোট স্থগিত রয়েছে। এসব কেন্দ্রে মোট ভোটার ২৩ হাজার ৯৩৫। প্রথম ও দ্বিতীয় হওয়া প্রার্থীদের ভোটের পার্থক্য ২৩ হাজারের কম হলেই কেবল এই কেন্দ্রগুলোতে মেয়র পদে পুনরায় ভোট হবে। তা না হলে এসব কেন্দ্রে কেবল কাউন্সিল পদের প্রার্থীদের জন্য ভোট হবে।

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয় গতকাল মঙ্গলবার বিকেল চারটায়। রিটার্নিং কর্মকর্তা ঘোষিত এ ফলই চূড়ান্ত। রিটার্নিং কর্মকর্তাই বিজয়ী প্রার্থীকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন। এরপর ফল পাঠিয়ে দেন নির্বাচন কমিশনে। সেখান থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।