সারাদিন ডেস্ক:: পূর্ব শত্রুতার জের ধরে জেলার পীরগঞ্জ উপজেলার ভোমরাদহ গাজীপাড়ায় ১ নাবালিকা স্কুলছাত্রীকে পিটিয়ে গুরুতর আহত করার বিচার চেযে অসহায় ছাত্রীর পিতা উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখিত অভিযোগ দাখিল করেছে।
জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে গত ৭ সেপ্টেম্বর দুপুরের দিকে লোহাগাড়া আদর্শ উচ্চ বালিকা বিদ্যালয়ের ৮ম শ্রেনীর ছাত্রী সুমাইয়া আকতার পান্না কে প্রতিবেশি নজুরুল তার স্ত্রী ও সহযোগীদের নিয়ে অতর্কিতভাবে পান্নার উপর ঝাপিয়ে পড়ে বেধরক মারপিট করে গুরুতর জখম করে। সাথে সাথে পান্নাকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হলে অবস্থার অবনতি হওয়ায় তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। ৬ দিন ধরে শরীরের বিভিন্ন স্থানের জখম নিয়ে মৃত্যুর সঙ্গে লড়ছে সে। এ ঘটনার বিচার চেয়ে অসহায় পিতা হামিদুল হক গত ৯ সেপ্টেম্বর পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কাছে ১. মো.আব্দুস সোবহান ২. আরজিনা ৩. মেহের জান ও ৪. সুমি’র বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দাখিল করেছে।
সংবাদ শিরোনাম
নাবালিকা স্কুলছাত্রীকে মারপিট করায় ইউএনও’র কাছে অভিযোগ দায়ের
- সংবাদ সারাদিন ডেস্ক :
- আপডেট টাইম ১২:২৮:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ সেপ্টেম্বর ২০১৮
- ১৯৬ বার
Tag :
জনপ্রিয় সংবাদ