মনসুর আলী,সারাদিন ডেস্ক::ঠাকুরগাঁও সদর উপজেলার ১০ নং জামালপুরে পারপূগী দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে ১০০ দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার সেচ্ছাসেবী সংগঠন (নিউলাইট এক্সেপ্রেস) এর উদ্যোগে এ শীতবস্ত্র দেয়া হয়।
পারপূগী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ২০০৭ সালের এস এস সি”র বেচ এবং এক ঝাক তরুণ সমাজ এই উদ্যোগে নেয়। নিউলাইট এক্সেপ্রেস সংগঠনটি আগামীতে ভাল কিছু করবে বলে ইচ্ছা প্রকাশ করেছেন ৩২ তরুণ। এসময় উপস্থিত ছিলেন শীতবস্ত্র নিতে আসা অসহায় গরিব মানুষ। এই সময় কম্বল পাওয়া কেকারু মোহাম্মেদ বলেন চেয়ারম্যান মেম্বার হামার খোজ খবর রাখেনা, মুই এই ছুয়ালার তাহেনে দোয়া করছু, কম্বল পেয়ে খোকেন নামে বৃদ্ধা বলেন মুই খুব খুশি কম্বল দিল নাস্তা দিল ঐ বড় লোকলাক নেতা ক্ষেতা মানুষ গুলাক শিক্ষা নেওয়া উচিত এই ছুয়ালুগুর। আফলানি নামে বয়স্ক মহিলা বলেন যে ঠান্ডা কম্বলডা খুব দরকার ছিল যে শীত। এমন উদ্যোগে নিয়ে তরুণরা বলেন আগামীতে আমরা আরো ভালো কিছু করার চেষ্টা করবো, আমরা নিজেদের অর্থায়নে এই প্রথম এমন উদ্যোগে নিয়েছি। এই সময় উপস্হিত ছিলেন নিউলাইট এক্সেপ্রেস’র উদ্যোগে নেওয়া মোঃ আয়াজ শাহারিয়ার কাজল, মোঃ শাহারিয়ার ইবেন মোস্তফা শুভো, মোঃ মাসুদ রানা, শফিউল আজম সুমন, হারুন অর রশিদ, শরিফুল ইসলাম, নূর আলম আলাল, পারুল আক্তার, রুমি আক্তার,মাহাবুব আলম মাসুম,রেজাউল ইসলাম, শাহাজান খোকন, সুমন আলী, আল আমিন, ফারুক হোসেন, তানজিম আক্তার টুম্পা, বিপুল,নাজমিন আক্তার নিপা,নাজিম নবাব,মোস্তাকিম বুলেট, সাব্বির, ইমতিয়াজ,জাহিদুল, আলীমউদ্দীন, শাহিনূর,সুফিয়ান,মুনজুর আলম, নবাব আলী, ফরিদুল, মানিক চন্দ্র প্রমুখ।
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সেচ্ছাসেবী সংগঠন “নিউলাইট এক্সেপ্রেস “তরুণ সমাজের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
- সংবাদ সারাদিন ডেস্ক :
- আপডেট টাইম ১১:৫৮:১৯ পূর্বাহ্ন, শনিবার, ৫ জানুয়ারী ২০১৯
- ১৪৯ বার
Tag :
জনপ্রিয় সংবাদ