আজম রেহমান,সারাদিন ডেস্ক::একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-৩ আসনে বিএনপি’র প্রার্থী জাহিদুর রহমান জাহিদের ১ কর্মীকে ১ বান টিন কিনে দিয়ে কর্মীর দাবী মেটালেন নবনির্বাচিত এমপি জাহিদুর রহমান জাহিদ।
গোগর ফারাবাড়ী এলাকার হোসেন আলী এবারের নির্বাচনে নি:স্বার্থভাবে কোন আর্থিক সহায়তা বা ভোটের খরচ না নিয়ে তার এলাকায় পায়ে হেটে প্রতিপক্ষের প্রলোভন উপেক্ষা করে ধানের শীষের পক্ষে কাজ করেছেন। তার চাওয়া ছিল এমপি নির্বাচিত হলে নতুন এমপি’র কাছে তিনি ১ বান টিনে নেবেন। নির্বাচনের পর এই হোসেন আলী জাহিদুর রহমানের কাছে গিয়ে তার দাবী উপস্থাপন করলে কর্মীর আশা পূরনে স্থানীয় দোকানে গিয়ে ১ বান টিন কিনে দেন। এ বিষয়ে তিনি বলেন, মাত্র ১ বান টিন পেয়ে ঐ কর্মী যতটা খুশি হয়েছে,দিতে পেরে আমি আরো বেশি খুশি হয়েছি। এভাবেই যেন এলাকার মানুষের আশা আকাঙ্খা পুরন করতে পারি এই আশাবাদ ব্যাক্ত করেন নব নির্বাচিত এমপি জাহিদুর রহমান জাহিদ।
সংবাদ শিরোনাম
বিএনপি’র কর্মী হোসেন আলীকে টিন কিনে দিলেন এমপি জাহিদুর রহমান
- সংবাদ সারাদিন ডেস্ক :
- আপডেট টাইম ০৩:০৫:৫৭ অপরাহ্ন, বুধবার, ৯ জানুয়ারী ২০১৯
- ৯২ বার
Tag :
জনপ্রিয় সংবাদ