আজম রেহমান,সারাদিন ডেস্ক:: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের ত্রুটি পূর্ন কম্বল বিতরণ বন্ধ রাখা হয়েছে। এ ব্যাপারে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে অনিয়ম পেলে দোষিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান প্রতিমন্ত্রী ডাঃ মোঃ এনামুর রহমান।
ত্রান প্রতিমন্ত্রী ডাঃ মোঃ এনামুর রহমান আরো বলেছেন, নির্বাচনের ইস্তেহার বাস্তবায়নের লক্ষ্যে জমি আছে ঘর নেই এমন পরিবারকে ফেব্রুয়ারী থেকে ঘর নির্মান করে দেয়া হবে। প্রথম ফেজে ২০৮ কোটি টাকা ব্যয়ে সারা দেশে ৩২ হাজার ঘর এবং আরো ২০৮ কোটি টাকা ব্যয়ে দ্বিতীয় ফেজে আরো ৩২ হাজার ঘর করে দেয়া হবে।
বুধবার দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে প্রতিমস্ত্রী এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী এনামুর রহমান আরো বলেন, আগে ভুয়া কমিটি দেখিয়ে ত্রাণের টাকা আত্মসাৎ করা হয়েছে, এখন আর এটি হচ্ছেনা, ত্রাণের টাকা আত্মসাত করা হয়, যদি প্রমানসহ কোন অভিযোগ পাওয়া যায় তাদের বিরুদ্ধে কঠিন শস্তির ব্যবস্থা নেয়া হবে বলে হুশিয়ারী দেন এই প্রতিমন্ত্রী।
ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় উত্থাপিত প্রতিবেদন ক্রুটি পূর্ন থাকায় প্রতিমন্ত্রী এনামুর রহমান ও সচিব শাহ কামাল অসন্তোষ প্রকাশ করেন।
সভায় ঠাকুরগাঁও-১আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন, জেলা প্রশাসক কেএম কামরুজ্জামান সেলিম, পুলিশ সুপার মজিরুজ্জামানসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন। পরে সদর উপজেলার বড় খোচাবাড়িতে সাড়ে ৪শ কম্বল, চাল,ডাল, তেল, লবন,চিনিসহ শুকনা খাবার শীতার্ত ও দুস্থদের মাঝে বিতরণ করেন ।
সংবাদ শিরোনাম
ত্রাণ আত্নসাৎকারীদর কঠোর শাস্তি দেয়া হবে-ঠাকুরগাঁয়ে ত্রান প্রতিমন্ত্রী
- সংবাদ সারাদিন ডেস্ক :
- আপডেট টাইম ০১:০০:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জানুয়ারী ২০১৯
- ১১০ বার
Tag :
জনপ্রিয় সংবাদ