আজম রেহমান::ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের নিয়ামতপুরে আবাসিক এলাকায় অবৈধ ভাবে মুরগীর খামার করায় দূর্গন্ধে অতিষ্ট এলাকাবাসী। আইনকে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে সৌরভ চন্দ্র রায় নামে এক ব্যক্তি মুরগীর খামারটি চালিয়ে যাচ্ছেন।
পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার, ইউ’পি চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, জাতীয় সংসদ সদস্য, উপজেলা প্রাণী সম্পদ অফিসে অভিযোগ দায়ের করলেও সুরাহ পাচ্ছে না বসবাসরত প্রায় এক থেকে দেড় শতজন গ্রামের মানুষ।
ঐ গ্রামের বিনয় চন্দ্রবর্তী, স্বপ্না মুখার্জী, আরোতি মুখার্জী, নিখিল মুখার্জী, মোস্তাফিজুর রহমান জানান, আমরা মুরগীর খামারের দূর্গন্ধে বাড়িতে থাকতে পারছি না, পরিবার নিয়ে খাওয়া দাওয়া করতে পারছি না, দূর্গন্ধে রাতে পরিবার নিয়ে ঘুমাতে পারছি না, অনেকের রোগ বালাই বেড়ে গেছে, বাচ্চাদের বমি ও ডাইরিয়ার প্রকোপ বেড়ে গেছে। খামার মালিকের ছোট ভাই সুজন চন্দ্র রায় বলেন, বেশি দূর্গন্ধ নাই খামার করার জন্য আবেদন করেছি।
এ বিষয়ে পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এ ডব্লিউ এম রায়হান শাহ্ বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
সংবাদ শিরোনাম
আবাসিক এলাকায় মুরগীর খামার করায় ভুক্তভোগী এলাকাবাসীর ইউএনও’র কাছে অভিযোগ দাখিল
- সংবাদ সারাদিন ডেস্ক :
- আপডেট টাইম ০২:১১:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জানুয়ারী ২০১৯
- ৯১ বার
Tag :
জনপ্রিয় সংবাদ