আজম রেহমান,সারাদিন ডেস্ক::রবিবার ঠাকুরগাঁওয়ের হরিপুরে বিজিবির গুলিতে ৩ জন নিহতের ঘটনায় বিজিবির বিরুদ্ধে ঠাকুরগাঁও আদালতে দাখিলকৃত মামলার শুনানিঅন্তে ৬ মার্চ আদেশের জন্য দিন ধায্য করেছে আদালত।
বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত হরিপুর অঞ্চল-৫ ঠাকুরগাঁও এর বিচারক ফারহানা খান বাদী পক্ষের আইনজীবি এ্যাডভোকেট নুরুল ইসলামের শুনানীর প্রেক্ষিতে আগামী ৬ মার্চ আদেশের জন্য দিন ধার্য করেন।
মামলায় ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদসহ বিজিবির ৭ সদস্যের নাম উল্লেখ করে আরও একশ জনকে অজ্ঞাতনামা আসামি দেখিয়ে নিহত নবাবের বাবা নজরুল ইসলাম, সাদেকের ভাই বাসেদ ও শিশু জয়নালের বাবা নুর ইসলাম ঠাকুরগাঁও আদালতে তিনটি মামলার আরজি দাখিল করেন।
থানায় মামলা গ্রহণ না করায় ক্ষুব্ধ হয়ে আদালতের শরণাপন্ন হয়েছেন বলে জানিয়েছেন মামলার বাদীরা।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি হরিপুর উপজেলার বহরামপুর গ্রামে গরু জব্দ করাকে কেন্দ্র করে বিজিবি ও গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বিজিবির গুলিতে ঐ এলাকার ৩ জন মানুষ নিহত হন। নিহতদের পরিবারের দাবী , নিহতদের সবাই সাধারণ নিরীহ গ্রামবাসী কিন্তু বিজিবি’র দাবী নিহতরা চোরাচালান চক্রের সাথে জড়িত অথবা তাদের প্ররোচণাতেই দায়িত্ব পালনকালে বিজিবি’র উপর হামলা করে , তাদের অস্ত্র কেড়ে নেয়া ও প্রাণনাশের চেষ্টা করে।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট এ্যাডভোকেট নুরুল ইসলাম জানান, শুনানীর প্রেক্ষিতে আগামী ৬ মার্চ আদেশের জন্য দিন ধার্য করেন বিজ্ঞ আদালত।
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁও আদালতে বিজিবির বিরুদ্ধে দাখিলকৃত মামলার শুনানী অনুষ্ঠিত, আদেশ ৬ মার্চ
- সংবাদ সারাদিন ডেস্ক :
- আপডেট টাইম ০৭:০১:২৪ অপরাহ্ন, রবিবার, ২৪ ফেব্রুয়ারী ২০১৯
- ১০০ বার
Tag :
জনপ্রিয় সংবাদ