ডেস্ক রিপোর্ট:পুলিশের বিরুদ্ধে অভিযোগ করতে গঠন করা হয়েছে পুলিশ আইজিপি’স কমপ্লেইন সেল। সেলটি ২৪ ঘন্টা চালু থাকবে। এছাড়া ০১৭৬৯-৬৯৩৫৩৫-৩৬ মোবাইল নাম্বারে ফোন করেও অভিযোগ জানাতে পারবে সাধারন মানুষ।
পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত ডিআইজি(ডিএন্ডপিএস-১) এর সার্বক্ষনিক তত্বাবধানে পরিচালিত হবে সেলটি।
পুলিশ সদস্যের অপেশাদার আচরন ও কর্মকান্ডের জন্য অভিযুক্ত পুলিশকে শাস্তির আওতায় আনতে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সে ‘আইজিপি’স কমপ্লইন সেল ‘চালু করা হয়েছে। নেয়া হচ্ছে অভিযোগের প্রেক্ষিতে তদন্তপূর্বক বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা।
ভূক্তভোগীরা মোবাইলে, ডাকযোগে কুরিয়ার যোগে বা complain@police.gov.bd ই-মেইলেও অভিযোগ দাখিল করতে পারবেন।