স্টাফরিপোর্টার-ঠাকুরগাঁও:: পরিপুর্ন লকডাউন উপেক্ষা করে জেলার পীরগঞ্জ উপজেলার পৌরভবনের সামনে সরকারী সংস্থা টিসিবি’র ট্রাক সেলে কমদামে নিত্য প্রয়োজনীয় পন্য কিনে সন্তুষ্টু ক্রেতা সাধারন।
উপজেলা প্রশাসনের নিবির তত্বাবধানে ডিলার ওমর ফারুক কয়েকশ’ গ্রাহকের মাঝে পন্য বিক্রি করেছেন।
বিকেল ৩ টায় এখানে এ কার্যক্রমের উদ্বোধন করেন পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা মো.ইকরামুল হক। এ সময় ৫নং ওয়ার্ড কাউন্সিলর মো. দবিরুল ইসলাম সহ গন্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন। ট্রাক সেলে ১শ’ টাকা লিটার দরে ১২ শ’ লিটার সয়াবিন তেল, ৫৫ টাকা কেজি দরে ৪শ’ কেজি মশুর ডাল, ২০ টাকা কেজি দরে ৫শ’ কেজি পেয়াজ, ৫৫ টাকা কেজি দরে ৭শ’ কেজি চিনি, ৫৫টাকা কেজি দরে ৬শ’ কেজি ছোলা ও ৮০ টাকা কেজি দরে ১শ’ কেজি খেজুর নিমিষে বিক্রি করা হয়। পন্য বিক্রয়কালে সহকারী কমিশনার ভুমি মো. তরিকুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে উপচেপড়া গ্রাহকদের সামাজিক দুরত্ব বজায় রেখে পন্য সংগ্রহের পরামর্শ দেন। এর পরেও গ্রাহকদের আরো চাহিদা থাকায় পন্য দিতে না পেরে ডিলার ট্রাক নিয়ে দ্রুত নিরাপদ স্থানে চলে যান। ন্যায্য মূল্যে এসব প্রয়োজনীয় পন্য পেয়ে খুশি গ্রাহকরা। তারা সরকারের গৃহিত এ পদক্ষেপকে সাধুবাদ জানিয়ে এভাবে বিক্রি অব্যাহত রাখা ও সরবরাহ বাড়ানোর জন্য মাননীয় প্রধানমন্ত্রীর জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন। উপজেলা নির্বাহী অফিসার মো. রেজাউল করিম বলেন, সরকার সাধারন মানুষের কস্ট ও দুর্ভোগ বিবেচনায় চলতি লক ডাউনে এইসব পন্য সরবরাহের উদ্যোগ নিয়েছেন, যাতে কিছুটা হলেও মানুষের উপকার হয়।
সংবাদ শিরোনাম
পীরগঞ্জে লকডাউনে টিসিবি’র ট্রাক সেলের উদ্বোধন
- সংবাদ সারাদিন ডেস্ক :
- আপডেট টাইম ০৬:২৭:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ এপ্রিল ২০২১
- ৭৭ বার
Tag :