আজম রেহমান,ঠাকুরগাঁও করেসপন্ডেন্ট ॥ মঙ্গলবার দুপুরে জেলার পীরগঞ্জ থানা পুলিশ উপজেলার শালগড়া গ্রামে প্রেমিক নন্দ লাল রায় (১৮) ও প্রেমিকা সুধা রানী রায় (১৭) এর লাশ উদ্ধার করেছে। অপর এক ঘটনায় ১ গৃহবধু বিষপানে আত্নহত্যা করেছে।
রানীশংকৈল উপজেলার বাচোর ইউনিয়নের মহবুল চন্দ্র রায় এর স্ত্রী যুক্তি রানী রায় এর লাশ (বিষপানে আত্নহত্যা) পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উদ্ধার করা হয়েছে। এদিকে শালগড়া গ্রামের তিরেন্দ্র নাথ রায় এর কন্যা সুধা রানী রায় এর সাথে একই উপজেলার ঘিডোব গ্রামের উপেন চন্দ্র রায় এর পুত্র নন্দ লাল রায়এর প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এ সম্পর্কে সুধা রানী রায় এর পিতা বাধা দেয়। সুধা রানী রায় ও তার প্রেমিক নন্দ লাল রায় শালগড়া গ্রামে তিরেন্দ্র নাথ রায় এর বাড়ির পার্শ্বে নিম গাছের নীচ থেকে সুধা রানী রায় ও একই গাছ থেকে নন্দ লাল রায় এর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার লাশ ৩টি ময়না তদন্তের জন্যে ঠাকুরগাঁও মর্গে প্রেরণ করা হয়েছে বলে থানা সূত্রে জানাগেছে। এব্যাপারে থানায় ইউ.ডি মামলা হয়েছে।
সংবাদ শিরোনাম
৩ লাশ উদ্ধার -পীরগঞ্জে প্রেমিক-প্রেমিকার আত্মহত্যা
- সংবাদ সারাদিন ডেস্ক :
- আপডেট টাইম ০৫:০৯:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ মে ২০১৮
- ৯২৫ বার
Tag :