স্টাফ করেসপন্ডেন্ট : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক দুটি ঘটনায় ৬ যাত্রীর জুতা, মানিব্যাগ ও শরীরে বিভিন্ন স্থানে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় ৭০ লাখ টাকার স্বর্ণ জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। এ সময় ১১টি স্বর্ণের বার ও ১২০ গ্রাম ওজনের স্বর্ণালঙ্কার জব্দ করা হয়।
বৃহস্পতিবার 14.6 রাতে এসব তথ্য নিশ্চিত করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহা-পরিচালক (ডিজি) ড. মোহাম্মদ সহিদুল ইসলাম। এর আগে বৃহস্পতিবার সকালে দুবাই থেকে আসা তিন যাত্রীর কাছ থেকে ছয়টি সোনার বার জব্দ করা হয়। এসব বারের ওজন ৬৯৬ গ্রাম এবং বর্তমান বাজারমূল্য প্রায় ৩৪ লাখ ৮০ হাজার টাকা। অন্যদিকে, বিকেলে সৌদি আরবের রিয়াদ থেকে আসা তিন যাত্রীর কাছ থেকে পাঁচটি সোনার বার ও ১২০ গ্রাম স্বর্ণালংকার জব্দ করা হয়। যার বাজার মূল্য ৩৫ লাখ টাকা। ড. মো. সহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে দুবাই থেকে জি ৯৫১৭ বিমানে আসা তিন যাত্রী কোনো প্রকার ঘোষণা ছাড়াই গ্রিন চ্যানেল অতিক্রম করে বাইরে বের হওয়ার সময় বিশেষ কায়দায় শরীর, মানিব্যাগ ও প্যান্টের পকেটের মধ্যে লুকানো অবস্থায় সোনার বারগুলো জব্দ করা হয়। জব্দকৃত সোনার বারগুলোর মোট মূল্য প্রায় ৩৪ লাখ ৮০ হাজার টাকা। অপরদিকে বৃহস্পতিবার বিকেলে সৌদি আরব থেকে বিজি ০৪০ ফ্লাইট যোগে আসা তিন যাত্রীর কাছ থেকে পাঁচটি স্বর্ণবার ও ১২০ গ্রাম স্বর্ণালঙ্কার জব্দ করা হয়েছে। তিনি বলেন, যাত্রীগণ গ্রিন চ্যানেল অতিক্রম করার পর তাদের জুতা, মানিব্যাগ এবং শরীর তল্লাশি করে স্বর্ণবারগুলো উদ্ধার ও জব্দ করা হয়। জব্দকৃত স্বর্ণের বারের ওজন ৭০০ গ্রাম। জব্দকৃত স্বর্ণের বাজার মূল্য প্রায় ৩৫ লাখ টাকা। জব্দকৃত সোনার বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও ডিজি জানিয়েছেন।