ঢাকা ০৬:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বিদেশি মিডিয়া কী বলছে? দিল্লিতে মুখপাত্রের ব্রিফিং, মমতার মন্তব্যে কড়া প্রতিক্রিয়া, বাংলাদেশে দ্রুত শান্তির প্রত্যাশা কবে ট্রেন চলবে এখনো সিদ্ধান্ত হয়নি : রেলের ডিজি বাংলাদেশ ব্যাংকের হ্যাক হওয়া ওয়েবসাইট উদ্ধার হয়েছে গুলিতে নিহিত আবু সাঈদের জন্য কাদছে পীরগঞ্জের মানুষ নিহত-আহতদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের দাবি সিপিবি’র আন্দালিব রহমান পার্থকে ডিবি পরিচয়ে তুলে নেয়ার অভিযোগ এখনই খুলছে না স্কুল-কলেজ, মৃতের সংখ্যা ২০০ ছাড়াল! জারি থাকছে কার্ফু, ধৃত ১৭৫৮ আগামীতে আইসিটি সেক্টরে ১০ লক্ষ কর্মসংস্থান সৃষ্টি করা হবে ………….ঠাকুরগাঁওয়ে আইসিটি প্রতিমন্ত্রী পীরগঞ্জে বিদায় সংবর্ধনা ও দায়িত্বভার গ্রহণ শেখ সমশের আলী

জঙ্গি সমস্যা আইনি ও রাজনৈতিকভাবে মোকাবিলা করা হচ্ছে: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জঙ্গিরা দুর্বল হলেও তাদের নির্মূল করা সম্ভব হয়নি। জঙ্গি সমস্যা সমাধানে আইনি ও রাজনৈতিকভাবে মোকাবিলা করা হচ্ছে।

আজ রোববার রাজধানীর গুলশানে হোলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার দ্বিতীয় বর্ষ ছিল। এ উপলক্ষে জঙ্গি হামলায় নিহত ব্যক্তিদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান ওবায়দুল কাদের। এরপর সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, ‘হোলি আর্টিজানে জঙ্গি হামলার দুই বছর পূর্ণ হয়েছে। ঘটনার পরপরই দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছিল। আগামী এক সপ্তাহের মধ্যে ওই মামলার চার্জশিট দেওয়া হচ্ছে। হোলি আর্টিজানে জঙ্গি হামলার ঘটনাকে আমরা আইনি ও রাজনৈতিকভাবে মোকাবিলা করে যাচ্ছি।’

হোলি আর্টিজান হামলার পুনরাবৃত্তির আশঙ্কা আছে কি না, এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘জঙ্গিরা এখন আর সক্রিয় নেই। তারা ক্রমে দুর্বল হয়ে পড়েছে। আর আমরাও সতর্ক রয়েছি। তলেতলে জঙ্গিরা যেন কোনো দুর্ঘটনা ঘটাতে না পারে, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক রয়েছে।’

অপর এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘হোলি আর্টিজানের পর তেমন কোনো বড় হামলা ঘটেনি। কিন্তু যুক্তরাষ্ট্রের মতো দেশেও জঙ্গি হামলা হয়। সেই তুলনায় আমরা ভালো আছি। তারা দুর্বল হলেও কিন্তু নির্মূল হয়নি। কখন যে সক্রিয় হয়ে যায়, তা বলা যাবে না।’ তিনি আরও বলেন, তবে জঙ্গিবাদের সমস্যা মোকাবিলা করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব সময় সতর্ক রয়েছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলা করতে তারা সক্ষম।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বিদেশি মিডিয়া কী বলছে?

জঙ্গি সমস্যা আইনি ও রাজনৈতিকভাবে মোকাবিলা করা হচ্ছে: কাদের

আপডেট টাইম ০২:৩৫:২১ অপরাহ্ন, রবিবার, ১ জুলাই ২০১৮

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জঙ্গিরা দুর্বল হলেও তাদের নির্মূল করা সম্ভব হয়নি। জঙ্গি সমস্যা সমাধানে আইনি ও রাজনৈতিকভাবে মোকাবিলা করা হচ্ছে।

আজ রোববার রাজধানীর গুলশানে হোলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার দ্বিতীয় বর্ষ ছিল। এ উপলক্ষে জঙ্গি হামলায় নিহত ব্যক্তিদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান ওবায়দুল কাদের। এরপর সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, ‘হোলি আর্টিজানে জঙ্গি হামলার দুই বছর পূর্ণ হয়েছে। ঘটনার পরপরই দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছিল। আগামী এক সপ্তাহের মধ্যে ওই মামলার চার্জশিট দেওয়া হচ্ছে। হোলি আর্টিজানে জঙ্গি হামলার ঘটনাকে আমরা আইনি ও রাজনৈতিকভাবে মোকাবিলা করে যাচ্ছি।’

হোলি আর্টিজান হামলার পুনরাবৃত্তির আশঙ্কা আছে কি না, এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘জঙ্গিরা এখন আর সক্রিয় নেই। তারা ক্রমে দুর্বল হয়ে পড়েছে। আর আমরাও সতর্ক রয়েছি। তলেতলে জঙ্গিরা যেন কোনো দুর্ঘটনা ঘটাতে না পারে, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক রয়েছে।’

অপর এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘হোলি আর্টিজানের পর তেমন কোনো বড় হামলা ঘটেনি। কিন্তু যুক্তরাষ্ট্রের মতো দেশেও জঙ্গি হামলা হয়। সেই তুলনায় আমরা ভালো আছি। তারা দুর্বল হলেও কিন্তু নির্মূল হয়নি। কখন যে সক্রিয় হয়ে যায়, তা বলা যাবে না।’ তিনি আরও বলেন, তবে জঙ্গিবাদের সমস্যা মোকাবিলা করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব সময় সতর্ক রয়েছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলা করতে তারা সক্ষম।