এন.এম. নুরুল ইসলাম, বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
২য় ধাপে ৫ম উপজেলা পরিষদ নির্বাচন ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় গত ১৮ মার্চ সোমবার অনুষ্ঠিত হয়।
ত্রিমুখি লড়াইয়ের মধ্য দিয়ে জয় ছিনিয়ে এনেছেন বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলী আসলাম জুয়েল (মোটরসাইকেল) প্রতীকে ৩৬ হাজার ১শত ৯৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সফিকুল ইসলাম (আনারস) প্রতীকে ভোট পেয়েছেন ২৯ হাজার ৯শত ৬৩ ভোট এবং আহসান হাবীব বুলবুল (নৌকা) প্রতীকে ভোট পেয়েছেন ২৯ হাজার চারশত ৬৯ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মাজেদুর রহমান (টিউবওয়েল) প্রতীকে ৩৬ হাজার ২শত ২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোমিনুল ইসলাম ভাসানি (বই) প্রতীকে ভোট পেয়েছেন ৩০ হাজার ৭শত ১৬ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে আলেয়া পারভীন (কলস) প্রতীকে ৩২ হাজার ৬ শত ৬৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সীমা আক্তার সুমনা (ফুটবল) প্রতীকে ৩১ হাজার ১৫ ভোট পেয়েছেন।
সংবাদ শিরোনাম
চাচাকে হারিয়ে বালিয়াডাঙ্গী উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলেন আলী আসলাম জুয়েল
- সংবাদ সারাদিন ডেস্ক :
- আপডেট টাইম ০২:৩৭:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০১৯
- ৯৪ বার
Tag :